বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল।
সোমবার (২১শে জুলাই) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো: মুহসিন উদ্দিন এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৮ ই জুলাই গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সাখাওয়াত হোসেন কে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞাপ্তি প্রকাশের পরই ড. সাখাওয়াতকে আওয়ামীপন্থী শিক্ষক দাবি করে শিক্ষার্থীরা উপাচার্যকে দ্রুত তাকে পদ থেকে সরানোর দাবি জানান। শিক্ষার্থীদের তোপের মুখেই সাখাওয়াতকে প্রক্টরের পদ থেকে সরিয়ে নতুন প্রক্টর হিসেবে রাহাত হোসেন ফয়সালকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।