দীপ্র জয় , কবি নজরুল কলেজ প্রতিনিধি;
রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে।
উপস্থিত বক্তারা রমজানের ফজিলত ও ইসলামিক শিক্ষার আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র শিবির সভাপতি বাইজিদ মাহমুদ, ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমেদ, কবি নজরুল সাংবাদিক সমিতির উপদেষ্টা মাঈন উদ্দিন আরিফ ,’বাঁধন’ ঢাকা দক্ষিণ জোনের সভাপতি মোস্তফা হাসান মাসুদ, সাত কলেজ উন্নয়নের সংগঠক জাকারিয়া বাড়ি সাগর, বৈছাআ কমিটির আহবায়ক নায়েম ফরাজী সহ ক্যাম্পাসের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বায়জিদ মাহমুদ বলেছেন, আমাদের ইসলামিক স্টাডিজের সকল সেশনের শিক্ষার্থী,সকল দাওয়াতি মেহমান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সত্যিই আমরা আনন্দিত। আপনাদের অংশগ্রহণ আমাদের সামনের যেকোনো আয়োজনের অনুপ্রেরণা। ইসলামিক স্টাডিজ পরিবারের সকল শিক্ষার্থীদের মাঝে যে বন্ধন সেটা অটুট থাকুক আজীবন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।
ইসলামীক বিভাগের এই মহতী আয়োজন প্রশংসিত হয়েছে কলেজের শিক্ষার্থীদের মাঝে। ভবিষ্যতেও এমন ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।