Salek Hossain Roni, Kishoreganj.
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে। আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গুরুদয়াল সরকারি কলেজে অডিটোরিয়ামে দাওয়াহ্ সার্কেল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।
দাওয়াহ্ সার্কেল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফ খাঁ বলেন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণে উদ্যোগ নিয়েছি যাতে শিক্ষার্থীরা রমজান মাসে কোরআন পড়ে ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারে।
দাওয়াহ্ সার্কেল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফ খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের বিকল্প ইমাম জুবায়ের ইবনে আব্দুল হাই, দাওয়াহ্ সার্কেল বাংলাদেশ এর সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ছালাম, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ প্রমুখ।