নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আব্দুল মালেক উকিল হল থেকে গাজা উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নোবিপ্রবির আব্দুল মালেক উকিল হলের ২০৯ নাম্বার রুমে বহিষ্কারকৃত দুই শিক্ষার্থী তানভীর সরকার (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এবং উসাইং সি (এমআইএস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এর সাথে হলের এক আবাসিক শিক্ষার্থীর সিট নিয়ে সমস্যা হলে এক পর্যায়ে হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টবৃন্দ সেখানে উপস্থিত হন।
মীমাংসা করার এক পর্যায়ে হল প্রভোস্টবৃন্দ পূর্ব সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালালে তারা সেখানে দুইটি পলিথিনের ভেতর আস্ত গাজা জব্দ করেন। তাৎক্ষনিকভাবে প্রভোস্টবৃন্দ রুমে তালা লাগিয়ে দেন। পরবর্তীতে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে হল অফিসে জিজ্ঞাসাবাদের পর তারা উক্ত মাদকগুলোকে গাজা হিসেবে সম্মতি জ্ঞাপন করে।
এ ব্যাপারে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলীম মাহমুদ বলেন, আমরা মালেক হলের ২০৯ নাম্বার রুমে সিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে যাই। আমাদের কাছে পূর্বে কিছু তথ্য ছিলো,যেকারনে মীমাংসার এক পর্যায়ে রুমের লকারে তল্লাসি চালালে আমরা মাদকগুলো পাই। আমরা সাথে সাথে রুমে তালা লাগিয়ে দিই এবং উক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করি। তাদের থেকে লিখিত স্বীকারোক্তী নেয়া হয়েছে। আমি প্রক্টর বরাবর একটি আবেদন করেছি যাতে তারা বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদেরকে শাস্তির আওতায় আনে।