হাসিন আরমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আল আমিন.
সোমবার (২৬ মে) ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি তানভীর আনজুম সাজন Said,
“রোটার্যাক্ট ক্লাবের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠনের নেতৃত্ব পাওয়া আনন্দের, তবে তার চেয়েও বড় হচ্ছে দায়বদ্ধতা। আমরা চাই ক্লাবিং কালচারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার বাইরেও দক্ষতা ও আত্মোন্নয়নের সুযোগ তৈরি হোক। রোটার্যাক্টকে শিক্ষামূলক সেমিনার, প্রতিযোগিতা, ও সামাজিক উন্নয়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে আরও সমৃদ্ধ করতে কাজ করবো।”
সাধারণ সম্পাদক আল আমিন Said,
“এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। রোটার্যাক্ট ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি একটি মানবিক ও নেতৃত্বগুণ বিকাশের প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে এ ক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমাজকল্যাণমুখী করে তুলতে পারবো।”
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এসব উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।