Saiful Islam, Baufal Correspondent:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। রোগটি কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পেড়ে দিশেহারা উপজেলারন খামাড়ি ও কৃষকরা। মারা যাচ্ছে একের পড় এক গরু। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কোন সহযোগীতা না পাওয়ায় অনেক কৃষক ও খামাড়িরগরু বিনা চিকিৎসায় মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গত দুই মাসে এই উপজেলায় কমপক্ষে ৫ হাজার গরুআক্রান্ত হয়েছে। যার মধ্যে অধিকাংশ বাছুর। বেসরকারি তথ্য মতে এই সংখ্যা আরও বেশি বলে জানা গেছে।লাম্পি স্কিন ভাইরাস বাহিত রোগ। মুলত মশা মাছির মাধ্যমে পশুর দেহে সংক্রমিত হয়ে থাকে। আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সঙ্গে সঙ্গে নাক-মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ের মাঝে পানি জমে যায়। পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিঠে আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে।