নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাটচাষীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ৯টা ৩০ মিনিটে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ঠাকুরগাঁও।
প্রশিক্ষণটি “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পাটচাষীদের উন্নতমানের বীজ সংগ্রহ, সঠিক সময়ে চাষাবাদ ও রাসায়নিক সার প্রয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
- সোলাইমান আলী, সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, দিনাজপুর অঞ্চল
- কামাল উদ্দিন, সহকারী পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা
- দীলিপ কুমার মালাকার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, ঠাকুরগাঁও
- জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), ঠাকুরগাঁও
- আল মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার, রাণীশংকৈল
- তানিয়া আক্তার, উপজেলা পাট কর্মকর্তা
প্রশিক্ষণে বক্তারা বলেন, আধুনিক চাষাবাদ ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে পাট উৎপাদন বৃদ্ধি সম্ভব, যা কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিভিন্ন তথ্যপত্র ও পরামর্শ প্রদান করা হয়, যাতে তারা মাঠ পর্যায়ে তা কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন।