এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুরে তালিকাভুক্ত পাটচাষীদের জন্য প্রশিক্ষণ ও বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়া নুরেন
এই আয়োজনটি বাস্তবায়ন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর। ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’-এর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
চলতি মৌসুমে দৌলতপুর উপজেলায় মোট ২ হাজার ৭০০ কৃষক এই সুবিধা পাবেন। এর মধ্যে তালিকাভুক্ত ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা পাটচাষে আরও দক্ষ হয়ে উঠবেন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি মানিকগঞ্জ মোঃ মনির হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা মানিকগঞ্জ মো: জিয়াউর রহমান খান।