মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:
সারাদেশের মতো ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. লুৎফার রহমান পৌর বাজারসহ বিভিন্ন হাটবাজারে মাইকিংয়ের মাধ্যমে এই কার্যক্রমের প্রচার শুরু করেন।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালমারীতে মোট ২৭৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকৃত কৃষকরা ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত “খাদ্য অধিদপ্তর অ্যাপ” এর মাধ্যমে আবেদন করে উপজেলা কৃষি অফিস কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত কৃষক হিসেবে ধান সরবরাহ করতে পারবেন।
প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, এবং একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা লুৎফার রহমান বলেন,
“প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ নিশ্চিত করতে বাজারে মাইকিং করা হচ্ছে। কেউ যেন দালালের খপ্পরে না পড়ে, সেজন্য সচেতনতা তৈরি করছি। কৃষকরা সরাসরি খাদ্যগুদামে এসে ধান দিতে পারবেন এবং সাথে সাথে বিল পেয়ে যাবেন।”
He also said,
“কাউকে সুপারিশ বা তদবির করতে হবে না, কোনো ভোগান্তি ছাড়াই ধান সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
সরকারি ধান সংগ্রহে এই স্বচ্ছতা ও সরাসরি কৃষকের অংশগ্রহণকে কৃষক সমাজ সাধুবাদ জানিয়েছে।