মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর:
২০২৪-২৫ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের সদর উপজেলার পিয়ারাপুর ব্রিজ সংলগ্ন রহমতখালী খালে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী জানান, “চলতি অর্থবছরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন খাল ও জলাশয়ে মোট ১৩৮৮ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে রয়েছে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।”
তিনি আরও বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পোনা মাছ বড় হতে সময় প্রয়োজন, তাই স্থানীয় জনগণের সহযোগিতা জরুরি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে পোনা আহরণ করে, তাহলে তার বিরুদ্ধে মৎস্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির এই কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে স্থানীয় জনগণ।