আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:
দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরতে সিলেটের ওসমানীনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ৬ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমার সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার মিয়া, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ,দপ্তর সম্পাদক জিতু আহমদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিম,উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ আখলাক উদ্দিন, কৃষক আব্দুর রহমানসহ মেলায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলয়া মোট ১২ টি স্টলে বিভিন্ন কৃষি পন্য নিয়ে অংশগ্রহণ করেন উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক-কৃষাণী। আগামী ৯ মে পর্যন্ত এ মেলা চলবে।
অনুষ্ঠানের শুরুে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তাকিন চৌধুরী ও গীতা পাঠ করেন রাজীব দাশ।