স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে উপজেলা প্রশাসনও মৎস্য অধিদপ্তর উদ্যোগে কারেন্ট১৫০০মিটারওনেট৫০০মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ৫জন অপরাধী কে২৬ শে ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকা দন্ডদন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অপরাধে চরভদ্রাসন উপজেলা সরকারি কমিশনার নিশাত ফারাবি দণ্ডিত করেন ।
এসময়ই উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারএবংসিনিয়র সহকারী পরিচালক হারুন অর রশিদ,চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন, ক্ষেত্র সহকারী শামীম ও নাহিদ। চরঅভদ্র উপজেলা সহকারী কমিশনারের পেশকার রাসেল মুন্সী। চরভদ্রাসন থানার এসআই খয়বর হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ।
দন্ডপ্রাপ্তরা হলো ১.জহির,পিতা: আবুল
২.নূর ইসলাম পিতা:রোকন আলী
৩.বেনু পিতা:তাহের
৪.রুহুল আমিন পিতা: রুস্তম আলী
৫.এবাদদ পিতা ছবেদ আলী সর্বসাংআড়াইহাজার নারায়ণগঞ্জ।
দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন ।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা মিডিয়া কর্মীদেরকে জানান, ঝাটকা ইলিশ নিধনকারীদের বিরুদ্ধে অব্যাহত অভিযান চলবে ইলিশ সম্পদ উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রশাসন সজাগ রয়েছে ওসকলকে এ ব্যাপারে সজাগ থাকার ব্যাপারে সকলের সহযোগিতা চান।