গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীন পাটচাষীদের সচেতনায় আদর্শ পাটচাষী প্রশিক্ষণ এবং বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
স্বল্পব্যয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক ফলন উৎপাদনের সচেতনায় উপজেলার ১১ ইউনিয়নের ৭৫ জন নারী পুরুষ আদর্শ পাটচাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণার্থী পাটচাষীদের সাথে মত বিনিময় করেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন -৩) মোঃ গোলাম ফারুক।
সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন,পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী।
এছাড়া প্রশিক্ষণে গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার মতিউল আলম ও অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম শাহিন ও সাংবাদিক আনোয়ার হোসেন।
সবশেষে প্রশিক্ষণার্থীদের হাতে উন্নতমানের পাটবীজ ও পলিথিনের ব্যবহাররোধে একটি পাটের ব্যাগ তুলে দেয়া হয়।