Gaibandha Correspondent:
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৯ এপ্রিল বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় এবং এছাড়াও ২০০ জন প্রান্তিক পাট চাষির মধ্যে জন প্রতি ১ কেজি বীজ,ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও পাট বীজ সহ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।