জেলা প্রতিনিধি নওগাঁঃ-
নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান এবং তিল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (৯ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১,২০০ জন কৃষককে উফশী ধানের বীজ এবং ২০ জন কৃষককে তিল বীজ প্রদান করা হয়। ১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রব্বানী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমসহ উপকারভোগী কৃষকবৃন্দ।
Naogaon Correspondent:-
Md. Habibur Rahman
Trending
- সোহরাওয়ার্দী উদ্যানে ঢাক-ঢোলের ছন্দে জমে উঠেছে চৈত্রসংক্রান্তির ব্যান্ড শো
- কিশোরগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
- ডিবিপ্রধানের পদ থেকে মল্লিককে সরিয়ে দেওয়া হলো
- কমলগঞ্জে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি
- ভারতে ইলন মাস্কের গ্রক নিয়ে তুমুল আলোচনা ও কৌতূহল
- মানবিক পুলিশ হিসেবে প্রশংসিত অর্জন করেছে শিবচর থানার ওসি রতন শেখ
- মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা
- মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট