Paikgachha representative:
পাইকগাছায় রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “রূপসী রেখার অন্তরালে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার সকালে পাইকগাছা রোজবাড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিষদটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অশোক কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলার প্রতিষ্ঠাতা বেগম শামসুন্নাহার, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএম এ রাজ্জাক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম কচি, প্রভাষক সুফল মন্ডল, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. নাজিম উদ্দীন এবং ব্রততী শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সমীরণ কুমার ঢালী।
এ সময় বক্তৃতা করেন কবি ও ব্যাংকার বিকাশেন্দু সরকার, কবি জিএম এমদাদ, প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কবি ও সংস্কৃতিকর্মী লুৎফর রহমান, শিক্ষক পঞ্চানন সরকার, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক বিভাসেন্দু সরকার, কবি অসীম রায়, সুশান্ত বিশ্বাস, তুহিন সরকার, চিকিৎসক জসিম উদ্দিন, ডা. নাজমুল আহসান, মিনারুল ইসলাম, ইয়াসমিন আরা, বাপ্পি রাহা প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও সাহিত্যভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে কাব্যগ্রন্থের লেখকদের সম্মাননা স্মারক ও প্রকাশিত বই প্রদান করা হয়।
সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে রূপসী বাংলা সমাজ কল্যাণ ও সাহিত্য পরিষদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় সাংস্কৃতিক মহলে।