পূর্বে ঢাকার বয়স ৪০০ বছর ভাবা হলেও, একটি নতুন গবেষণায় জানা গেছে যে, ঢাকার ইতিহাস তার চেয়ে অনেক পুরনো। খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতকের মধ্যে ঢাকা শহরের সৃষ্টি হয়, অর্থাৎ ঢাকায় মানববসতির শুরু হয়েছিল যিশুখ্রিষ্টের জন্মেরও আগে, বা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে।

২০১৭-১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকরা, গবেষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননকাজ চালান। এই খননকাজের মাধ্যমে তাঁরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন আবিষ্কার করেন। খননকাজে পাওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা, কূপের সন্ধান। এছাড়া, সেখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্যসহ আরও অনেক ধরনের প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া গেছে।
এই গবেষণাটি ঢাকার প্রাচীন ইতিহাসকে নতুন করে আলোচনায় এনেছে এবং শহরের জন্ম ও বিকাশের সময়সীমা সম্পর্কে আমাদের ধারণা পুনরায় পর্যালোচনা করতে উদ্বুদ্ধ করেছে।