কাপাসিয়া (গাজীপুর ) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রিফাত (২১)। তিনি আজমতপুর এলাকার কাপাসিয়া উপজেলা যুগান্তর প্রতিনিধি খোরশেদ আলমের ছেলে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিফাত মাদক সেবন করে প্রায়ই স্থানীয় একটি বাড়িতে ঝামেলা সৃষ্টি করতো। এতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে তার অভিভাবকরা তাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।