বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গট্টি ইউনিয়নের বালিয়া ও গট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে এ অভিযান পরিচালনা করে সালথা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুদ্দুছ মিয়া (৬৫), তুষার মাতুব্বর (২৩), নজরুল ব্যাপারী (৩০) ও হবি ব্যাপারী (২৪)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বালিয়া ও গট্টি গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল এবং তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। পুনরায় সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে বৃহস্পতিবার চার ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে ৯টি ঢাল, ৭টি সড়কি ও ৭টি টেটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।