জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের পালং স্কুল এলাকায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন সৌদি প্রবাসী মো. আজিজুল বেপারী ও তার বাবা আনিস উদ্দিন বেপারী।
বুধবার (৩০ এপ্রিল) সকালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের কাছে বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
ভুক্তভোগী আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম। সম্প্রতি দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকায় নাজমুল হাসান নামের একজন আহত অবস্থায় আমাদের বাড়ির সামনে পড়ে থাকলে, আমি তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। কিন্তু এ সময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, এরপর ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে আমার ও আমার বাবাসহ মোট ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।
আজিজুলের বাবা আনিস উদ্দিন বেপারী বলেন, আমি পালং বাজারের সহ-সভাপতি এবং নিরালা আবাসিক এলাকার সভাপতি। কাশেম ভেন্ডারের ছেলে নাইমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে লিপ্ত। আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তারা আমাদের ওপর হামলা ও হয়রানি শুরু করে। আমার ভাড়াটিয়াকে মারধর করে ৮০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এসবের ভিডিও ফুটেজও রয়েছে।
তিনি অভিযোগ করেন, আমি থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেটি গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই এবং জামিনের আবেদন করি। আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন।
এ বিষয়ে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।