সত্যজিৎ দাস
চলমান জাতীয় পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এক সপ্তাহে (১–৭ মে) সারাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে ২২৪ জন অপরাধী।
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাকারী, নকল কসমেটিকস ব্যবসায়ী ও বিভিন্ন দালালচক্রের সদস্য।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গোলাবারুদ, ককটেল ও দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, পাসপোর্ট, চোরাই মোবাইল, নকল প্রসাধনী, অবৈধ ওষুধ এবং নগদ অর্থ।
সেনাবাহিনী অভিযানকালীন সময়ে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাশাপাশি অগ্নিনির্বাপণে সক্রিয়ভাবে অংশ নেয়। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় নিরাপত্তার স্বার্থে টহল চালানো এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “দেশব্যাপী নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের যৌথ অভিযান নিয়মিত চলবে।” পাশাপাশি, সাধারণ জনগণকে কোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।