নরসিংদীতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া গণহত্যা মামলায় দুই সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন তারা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এক খুদে বার্তায় তিনি জানান, উভয় আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র অনুযায়ী, অনির্বান চৌধুরীকে রোববার দুপুরে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার তাকে গ্রেফতার দেখানো হয়। জানা গেছে, তিনি ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে নরসিংদীতে কর্মরত ছিলেন এবং আন্দোলন চলাকালে দায়িত্বে ছিলেন। পরে একই বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটিতে বদলি হন।
অন্যদিকে, সাইফুল ইসলাম ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে আছেন। তিনিও ওই সময় নরসিংদীতে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশি গুলিতে প্রাণ হারায় দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জনতা তাহমিদের লাশ নিয়ে প্রতিবাদ মিছিল করলে সেখানেও আবার গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে আরও একজন নিহত হন।
এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরাসরি পদক্ষেপ নিয়ে উচ্চ পর্যায়ের এই দুই কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। বর্তমানে বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে।