মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শরফুল ইসলাম ওরফে আরিফ মৃধা (২৯) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক গাজী জামশেদুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শরফুল ইসলাম পাবনার ফরিদপুর উপজেলার রায়পাড়া গ্রামের আবু সাইদের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম রায়হান উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”
আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে মুক্ত থাকার সময় তিনি নিয়মিত আদালতে হাজিরা দিলেও রায়ের দিন অনুপস্থিত থাকেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর শাহজাদপুর থানার এসআই মো. সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকতোলা গ্রামে অভিযান চালিয়ে শরফুল ইসলামকে আটক করেন। এ সময় তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বানী ইসরাইল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।