শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা ককটেল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলেন—মটবাটি গ্রামের রসময় বিশ্বাস (৫৫), প্রীতম বিশ্বাস (৩০) ও দেবব্রত বিশ্বাস (৩৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, ৫টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির সরঞ্জাম, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, তিনটি মোবাইল ফোন ও তিনটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল থানায় হস্তান্তরের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।