মনির হোসেন, বেনাপোল (যশোর):
যশোরের শার্শা উপজেলার নাশকতা মামলায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ জুলাই) তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত শারীরিক অসুস্থতা বিবেচনায় একমাত্র আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। বাকি ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুর আলম পান্নু।
আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন—কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রহমান, আব্দুল মতিন, শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান, সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর শার্শা উপজেলার বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে ১৬ ডিসেম্বর নাশকতার পরিকল্পনা করেন। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে তাদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। পরে সাকিব নামে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
পরবর্তীতে দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন।