সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা তাকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অন্যতম রূপকার বলে আখ্যায়িত করেন।
বক্তারা অভিযোগ করেন, খায়রুল হক ছিলেন সেই ব্যক্তি, যিনি একটি নিরপেক্ষ বিচারব্যবস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য করে তুলেছিলেন। তারা বলেন, দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে রাজনৈতিক প্রভাব ও দলীয় আনুগত্যের ছাপ এখনও রয়ে গেছে, তার সূচনা হয়েছিল খায়রুল হকের সময় থেকেই।
সমাবেশে আরও বলা হয়, দেশের উচ্চ ও নিম্ন আদালতে এখনো বহু বিচারক রয়েছেন, যারা রাজনৈতিক পক্ষপাতিত্বে যুক্ত। এই অবস্থার অবসানে তাদের দ্রুত অপসারণের দাবি তোলা হয়। আইনজীবী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খায়রুল হকের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ আরও অনেক আইনজীবী।