নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ কদ্দুছের ছেলে নুরুজ্জামান সিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাদিম হাসান জানান, চানগাঁও মৈধাম গ্রামে জুলাই অগাষ্ট আন্দোলনে আহত যোদ্ধা মেহেদী হাসান নবাবের উপর শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনায় গ্রামবাসি সিফাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। তারা উভয়েই একই গ্রামের বাসিন্দা। ওই রাতে মেহেদী হাসান নবাব বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
তবে নুরুজ্জামান সিফাতের স্বজনরা জানান,মেহেদী হাসান নবাব চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাদের মাঝে পূর্ব শত্রুতা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবাবের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে। এ সময় নবাবের লোকজন সিফাতকে আটক করে পুলিশে দিয়েছে।
অপর দিকে নবাবের পরিবারের লোকজন জানায়, সিফাতে বাবা আওয়ামীলীগে সভাপতি থাকার সুবাদে, আমাদের উপর অনেক অত্যাচার অবিচার করেছে। আমাদের দোকান ঘর ভাংচুর লুটপাট সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দূর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়ে ঢাকায় বাড়ি গাড়ি করেছে। গত ৫ই অগাষ্টের আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা গ্রাম ছেড়ে পালিয়েছে। সিফাত গ্রামের পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঢাকা থেকে বাড়িতে এসে তার লোকজন নিয়ে শুক্রবার সন্ধ্যায় নবাবে উপর হামলা চালায়। তাৎক্ষণিক গ্রামবাসি তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।