নেত্রকোনার প্রতিনিধি :
নেত্রকোণায় মা হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা দায়রা জজ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাবাসের আদেশ দেয় আদালত।
দন্ডিত আসামী হলেন, মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো: মোবারক হোসেন সাগর (২০)। সে একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামের নানার বাড়িতে বসবাস করতেন। নিহত মা হলেন, আব্দুস সাত্তারের স্ত্রী ও সাগরের মা মনোয়ারা বেগম ( ৪২)।
মঙ্গলবার দুপুরে জেলা দায়র জজ মো: হাফিজুর রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন, বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।
মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম জানান, দন্ডিত সাগর গাঁজা মাদক নেশায় আসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ আক্টোবর মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বিকাল সাড়ে তিনটার দিকে ঘরের ভিতরে সাগর তার মাকে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় নিহত মনোয়ারার ভাই বাহাম গ্রামের ইউনুস মিয়া বাদী হয়ে ভাগ্নে সাগরকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিপি আরো জানান, আদালতে এই হত্যাকান্ডের ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন,মো: আবুল বাশার।