Staff Reporter:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (২১ মে) বিকেল চারটায় উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর এলাকায় অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনটি মামলায় তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
মো. হোসাইন ফরাজী (৪০), পিতা জাহাঙ্গীর ফরাজী, গ্রাম: বাঁশুরিয়া, কাউখালী
মো. সুমন শেখ (৩৯), পিতা মো. শাজাহান শেখ, গ্রাম: উজিয়ালখান, কাউখালী
মো. জাবের শেখ (২৭), পিতা মো. আকরাম শেখ, গ্রাম: সাচিয়া, নাজিরপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী বলেন, “নাজিরপুর উপজেলার নির্ধারিত বালুমহলের পরিসীমা ২৪.২১ একর। অভিযুক্ত ব্যক্তিরা এই সীমার বাইরে এবং সংরক্ষিত ৪(ঘ) আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। এতে করে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।”
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং মধুমতি ও তালেশ্বর নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।