Satyajit Das (Moulvibazar Correspondent):
বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত একটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ছোট ভাই সৈয়দ মোস্তাক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান,মামলার ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
সৈয়দ মোস্তাক আলীর বড় ভাই সৈয়দ মহসিন আলী ছিলেন একজন খ্যাতনামা রাজনীতিবিদ, তিনবার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৪ সালে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে মৃত্যুবরণ করেন এবং ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
তবে মোস্তাক আলীর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মামলাটি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।