Kapasia (Gazipur) Representative:
গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনসহ তিনজনের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত আড়াইটায় তাদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান এ হামলার ঘটনায় বাদী মোঃ রকি হোসেন ২০জনকে আসামি করে ১৮/০৫/২৫ ইং তারিখে থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং (২৫)। গ্রেফতারকৃতরা হলেন, কাপাসিয়া সদর ইউনিয়নের বানারহাওলা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে ফরিদ শেখ ও একই উপজেলার খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)।
এদিকে, হামলায় আহত যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন যমুনা টিভির স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান । তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে আহত রকিকে উত্তরায় নেওয়া হয়। উল্লেখ্য,গত শনিবার দুপুর দুইটায় কাপাসিয়া উপজেলার চাঁদপুর উইনিয়নের চেরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিলেন। এ সময় সেখানে বিএনপির অপর পক্ষের লোকজন হামলা ও ভাংচুর চালায় । এই দৃশ্য ভিডিও ক্যামেরায় ধারণ করার সময় যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনসহ তিনজনের উপরও হামলা চালায় তারা। মারধরের সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ।