স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি :
রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার কাপ্তাই অটল ৫৬ ব্যাটালিয়ন কাপ্তাই জোনের অধীনস্থে জেলার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ভারত সীমান্তবর্তী দূর্গম থেকে অবৈধভাবে আনা সরকার কর রাজস্ব বিহীন দুই হাজার প্যাকেট বা ৫ কাটন অবৈধ সিগারেট জব্দ করেছে বলে কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের রাজস্থলী সাব জোন হতে জানা যায় ।
রবিবার ২৫ মে গোপন তথ্যের ভিত্তিতে রাজস্থলী ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাহিন্দ্রা গাড়ী দিয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট পাচারের উদ্দেশে আনা হয়েছে বলে ধারণা সেনাবাহিনীর নজরে পরে। তাৎক্ষনিক মাহিন্দ্রা গাড়ী তল্লাসী করে বিদেশী সিগেরেট (ওরিস) ২৫০০ শত প্যাকেট জব্দ করা হয়েছে । যার বাজার বর্তমান মূল্য ৩ লক্ষ ৭৫০০০ হাজার টাকা। ঐ জব্দকৃত সিগারেট সরকারি নিয়মে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গণমাধ্যম কে জানান ।
এ ব্যাপারে রাজস্থলী আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার জানান, সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য অবৈধ প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া যাবেনা। তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান কার্যক্রম সর্বতোভাবে অব্যাহত রাখা হবে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো অবধৈ প্রবেশ প্রতিরোধ ভাবে জোরদার করা হবে।