মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা ছোড়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় । সোমবার (৭ জুলাই) নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আবুল বাসার (৫৫) উপজেলার চক বামুনিয়া বিশ্বনাথ পুরের মৃত আজিমুদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আসামি দিনাজপুর আদালতে পাঠানো হবে।