Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি. এম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় মুহিতুর রহমান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন বলেন,“বৈধ অনুমোদন ছাড়া পরিবেশবিধি লঙ্ঘন করে বালু পরিবহন করা হচ্ছিল। অভিযানে ট্রাক্টর জব্দ ও জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় সচেতনতা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য,পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে জেলা প্রশাসন ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে।