Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আটকরা হলেন, আসাদুজ্জামান শাওন ও ফরহাদ হাসান ফিরোজ। তাদের এক দিনের ব্যবধানে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান শাওন সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমানে সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফিরোজ স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ফিরোজকে মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাসা থেকে আটক করা হয়। এর আগে রোববার (২০ এপ্রিল) শাওনকেও তার বাসা থেকে আটক করা হয়। দুইজনকেই সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় আটক করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।