Md. Rezaul Haque Shakil:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা এলাকায় অতিরিক্ত ইট বোঝাই করা একটি ট্রাক্টর সড়কে যানজট সৃষ্টি করলে এবং পথচারীদের চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়ালে ওই ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি সড়কের পাশে ইট আনলোড করছিল, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসার পর ইউএনও সরেজমিনে অভিযান পরিচালনা করেন এবং সড়কে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ট্রাক্টর চালককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মাহমুদা জাহান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে। ট্রাক্টর চালকের কাছ থেকে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকাও নেয়া হয়।
তিনি আরও বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”