সদরপুর প্রতিনিধি(ফরিদপুর)ঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে নাসির মৃধা (২২) নামে এক জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের কলাবাগান এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন মাটি কাটা চক্রের এক সদস্যকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে স্থানীয় নাসির মৃধা নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সব মাটি উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ অবৈধ ইটভাটায় যাচ্ছে। আর এ সব মাটি কেটে বিক্রির চক্রে রয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
তিনি আরও জানান, যারা ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রি করে এবং নদী অবৈধভাবে থেকে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।