Mamunur Rashid Abir, Ghoraghat (Dinajpur) Correspondent:
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে ২ শ্রমিককে ৩ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন। জানা গেছে, উপজেলার পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এলাকার কিছু প্রভাবশালী মহল। এরই প্রেক্ষিতে গত ১২ মার্চ উপজেলা প্রশাসনের
পরিচালনায় একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার শালিকাদহ গ্রামের পাশে করতোয়া নদী থেকে উত্তোলিত বালু পরিবহনের সময়
শ্রমিক শ্রী পল্লব কুমার (২৪) ও শাহিদ হোসেন (২০) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Md. Mamunur Rashid Abir