সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকায় অবৈধ উপায়ে মাটি কাটায় তিনটি ট্রাক জব্দ একজনের ৭দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার(২২মার্চ) দুপুরে বিলের পাড়ে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। এ সময় কতিপয় ব্যাক্তি অবৈধভাবে ফসলি জমির মাটি কাটছিল। রুবেল মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় বেকুসহ তিনটি ট্রাক জব্দ করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মতীর্থ এলাকায় ফসলি জমির মাটি কাটার খবরে দুপুরের দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতেই মাটিকাটায় জড়িত কিছু লোক উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। তবে রুবেল নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রূবেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর মাটিকাটায় ব্যবহৃত একটি বেকু ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরূদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, অবৈধ উপায়ে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়েছে ।
Deepak Kumar Debnath
Sarail Correspondent