ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মতিয়ার রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি শাহ্ধসঢ়;পাড়া গ্রামের কামরুজ্জামান রাজু চৌধুরী (৩৫) ও সাখাওয়াত হোসেন চৌধুরী (২৮)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি জানান, গত ৭ ফেব্রæয়ারি একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন নিহত মতিয়ার রহমান (৫০)
তার জামাই আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুরে আনোয়ার হোসেন তার শ্বশুর মতিয়ার রহমান সহ কয়েকজন নিয়ে ওই জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু চৌধুরী ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন। আক্রমণকারীদের দেখে জামাই আনোয়ার সহ
অন্য লোকজন দৌড় দিয়ে পালিয়ে যায়। কিন্তু শ্বশুর মতিয়ার রহমানকে ধরে ফেলেন হামলাকারীরা। এসময় হামলাকারীরা মতিয়ার রহমানকে দাঁ দিয়ে কোপাতে থাকলে মতিয়ার রহমানের দুই পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মতিয়ার রহমানের মেয়ে বাদী হয়ে থানায় চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার এক ঘন্টা পরই মামলার প্রধান আসামী বাবলু চৌধুরী (৬৫) গ্রেপ্তার হলেও অবশিষ্টরা ধরা ছোঁয়ার বাইরে ছিল। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Md. Mamunur Rashid Abir
Representative