Habiganj Correspondent:
হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রায় ২০০ জনের নামে আরও একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন।
এতে গত ৪ আগস্ট বেলা ১২টা থেকে দুপুর ২টার মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক ফয়জুর রহমান রবিন, রুবেল মহালদার, মাহবুবুল তালুকদার, সাহাব উদ্দিন আহমেদ, শাহ আলমগীর, আলম মিয়া, মাহফুজুর রহমান বাবুল, মোবারক মিয়া, সেলিম মিয়া, হোসাইন মো. আক্তার, দেবাশীষ রায় পোদ্দার, মো. মুখলিছ মিয়া, তাজুল ইসলাম, আকাশ মহালদার, খলিল মিয়া, ফখর উদ্দিন সাজিদ, বকুল মিয়া, মো. ইকবাল, হোসাইন মো. রেজা, সজল মিয়া, রিপন মিয়া, মিলন মিয়া, ছালেক মিয়া, হারুন মিয়া, এনু মিয়া, রবিউল আউয়াল, সুজন রায়, তৈয়বুর রহমান স্বপন, পংকজ কুমার সাহা, জয়নাল চৌধুরী, শাকিব মহালদার, রাসেল মিয়া, জানু মিয়া, জিলু মিয়া, শফিউল আলম সানি ও লোকমান হোসেন।
আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়াসহ হামলার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় বাদী নিজেও গুলিবিদ্ধ হন।