Md. Maruf Hossain, Sharsha Upazila Representative:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) অভিযানে গত ফেব্রুয়ারী মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীসহ সর্বমোট ১৯,৯৬,৮৮০/- (উনিশ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত আশি) টাকা মূল্যের বিদেশী মদ, বিয়ার, ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট আটক করে।আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-১। মো: হাফিজুর রহমান (২৩ বছর), পিতা-মৃত মো: রবিউল ইসলাম, গ্রাম-মাটি পুকুর, পোস্ট-রামপুর, থানা-শার্শা, জেলা-যশোর।২। মোঃআকাশ (২০), পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-ধান্যখোলা, পোস্ট-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।৩। মোঃ ইমন হোসেন (১৯), পিতাঃ মৃত হাফিজুর রহমান, উভয়ের গ্রাম-ধান্যখোলা, পোস্ট-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর৪। নাম- মো: মোবারক হোসেন (৪৫) পিতা-মো: নুর ইসলাম, গ্রামঃ কুলিয়া, পোষ্ট- রামকৃষ্ণপুর, থানা- চৌগাছা, জেলা- যশোর৫। নাম- মোঃ শাহিদ হাসান (২৫ )পিতা- মোঃ তাইজুল ইসলাম গ্রাম- ভবানীপুর, ইউনিয়ন- পাঁচ কাইবা, থানা- শার্শা, জেলা- যশোর৬।আসামীর নাম-মোঃ রনি বাবু হাসান (১৮)পিতা- মোঃ তহিদুর রহমান,গ্রাম- মহিষাকুডা ইউনিয়ন- বালুন্ডা
থানা-শার্শা জেলা-যশোর
ধৃত আসামী৭। মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) পিতা- মৃত কাসেম আলী, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর ।
৮। মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- মোঃ জাহাঙ্গির কবির লিটুন, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর।৯। মোঃ মিলন হোসেন (৩৫), পিতা-মৃত মোজাম্মেল হক, গ্রাম- বাড়িপুকুর, থানা শার্শা, জেলা- যশোর,১০। আটককৃত ব্যক্তি-মোঃ রাব্বি ইসলাম (২৩), পিতা- আব্দুল আজিজ, গ্রাম-আনসার ক্যাম্প (বেজ পাড়া), পোস্ট-যশোর সদর, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক পাচারকারী কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়। উল্লেখ্য দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করে দেশকে মাদকমুক্ত করার জন্য বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে।