মোঃ সায়েদুর রহমান, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১৮ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবালয়ের দাশকান্দি এলাকায় এক যৌথ অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন, যার মধ্যে মোশারফ হোসেন (৪৪), রুবেল মন্ডল (২৯), আবুল কালাম (৩৬), রনি (২২) সহ আরও অনেকে অন্তর্ভুক্ত।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাকির হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। প্রশাসন এ ধরনের অভিযান চালিয়ে নদী রক্ষার কাজ অব্যাহত রাখবে।”
এ অভিযান চলতে থাকলে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমের উপর নির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।