সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের একটি সফল অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৫ জন মাদক ব্যবসায়ীকে।
শনিবার (১০ মে) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় শাপলাবাগ রেলক্রসিংয়ের পশ্চিম পাশে একটি টং দোকানের সামনে অভিযান চালান।
অভিযানের প্রথম ধাপে গ্রেফতার হন –
মোঃ মিঠুন মিয়া (২৮),
মোঃ ছুরুক মিয়া (৩৫),
মোঃ মিরাজ মিয়া (২৬),
ও মোঃ লিটন মিয়া (২২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ইয়াবা ট্যাবলেট।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শাপলাবাগ এলাকার এক নারী মাদক ব্যবসায়ী শাহিদা বেগম (৩৮)-এর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৩ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৮০ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের একপর্যায়ে তাকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে পাঁচ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীমঙ্গলকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”
এই অভিযানে আবারও প্রমাণিত হলো—মাদকবিরোধী সচেতনতা ও আইনি পদক্ষেপই পারে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে।