জয়পুরহাট,জেলা প্রতিনিধি :
আদালত অবমাননার অভিযোগে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির-কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন আদালত। সোমবার (৮ জুলাই) জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস এই আদেশ দেন।
নোটিশে বলা হয়, গত ৫ জুলাই আব্দুল মোমেন ফকির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে আদালতের একটি বিচারিক আদেশ ও কার্যক্রম নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। একইসঙ্গে তিনি প্রয়াত আইনজীবী গোলাম রব্বানীর শোকসভা সংক্রান্ত একটি বিষয়ে বিচারককে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছেন। এই বক্তব্য আদালতে উপস্থাপিত স্ক্রিনশটের মাধ্যমে প্রমাণসহ দাখিল করা হয়।
আদালতের মতে, এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালতের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে এবং আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে। একজন পেশাদার আইনজীবীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়, বরং এটি ফৌজদারি অপরাধের শামিল এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে তাকে আগামী ১৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে৷ কেন তার বিরুদ্ধে বার কাউন্সিলে লাইসেন্স বাতিলের আবেদন করা হবে না এবং কেন বিষয়টি হাইকোর্টের দৃষ্টিগোচর করা হবে না।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও এপিপি নাজমুল ইসলাম জনি জানান, “বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো আইনজীবী আদালত অবমাননাকর আচরণ করলে তা শাস্তিযোগ্য এবং তার বিরুদ্ধে বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।”