Satyajit Das (Moulvibazar Correspondent):
শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে ছয়জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান,এএসআই নজরুল ইসলাম, এএসআই শেখ মিজানুর রহমান,এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (০৭ মার্চ) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:—
১) মো. সালাউদ্দিন (৪২),আলীশারকুল,শ্রীমঙ্গল।
২) মো. রাসেল মিয়া,বেলতলী,শ্রীমঙ্গল।
৩) জাহাঙ্গীর মিয়া (৩০),পূর্ব সাইটুল,শ্রীমঙ্গল।
৪) জুনাব আলী (৩৮),পূর্ব সাইটুল,শ্রীমঙ্গল।
৫) মো. জামাল উদ্দিন (৩৫),পূর্ব সাইটুল,শ্রীমঙ্গল।
৬) হৃদয় মিয়া (২০),পূর্ব সাইটুল,শ্রীমঙ্গল।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।