Muh. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলামকে ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার(৬ মার্চ) রাত ৩ টার দিকে সিংগাইর থানার পুলিশ এসআই দিলীপ কুমার সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর এলাকায় মিরপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত-মো.সায়েদুল ইসলাম উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত.রফিকুল ইসলাম পরানের পুত্র ।
উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা করা হয়। এরমধ্যে সায়েদুল ইসলাম ওই মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে সূত্রে জানা যায়।
এদিকে মো.সায়েদুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.নাজমুল হাসান বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।