Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কে›ন্দ্র করে রহিমা খাতুন (৭৪) নামের এক বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামী অপু মোড়ল (৩০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক অপু মোড়ল শার্শার পিঁপড়াগাছী গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বৃদ্ধা রহিমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই আবু সাঈদ ওই এলাকায় অভিযান চালিয়ে অপুকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঁপাড়াগাছী গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী রহিমা খাতুন (৭৪) কে পিটিয়ে হত্যা করেন একই গ্রামের আব্দুস সামাদ মোড়লের ছেলে অপু মোড়ল (৩০)। এ ঘটনার পরপর হত্যাকারী ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। পরে এ ঘটনায় গত ৬ফেব্রুয়ারি শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।