মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মধ্যরাতে মাদক উদ্ধারে অভিযান চালিয়ে সাড়ে ৮৪ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব ৯ এর সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প এর একটি আভিযানিক দল।

শুক্রবার ১৪ মার্চ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে র্যাব-৯ এর সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় জেলার বিজয়নগর উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বুল্লা গ্রামের রহমত আলীর ছেলে মো: লুৎফর রহমান (৩০), ও একই এলাকার জবান আলীর ছেলে মো:রাষ্টু মিয়া (৫০),
পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।