Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কুলাউড়ায় রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিশেষ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান,সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।